নারায়ণগঞ্জে সাত খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় Rab এর সাবেক তিন কর্মকর্তা ও নূর হোসেনেসহ ১৫ জনের মৃত্যদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবাজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
বিকেল সাড়ে চারটায় বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এতে Rab এর সাবেক কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও মাসুদ রানা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নূর হোসেনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে গত ২৬ জুলাই একই বেঞ্চ রায়ের জন্য ১৩ আগস্ট তারিখ রেখেছিলেন। এদিন রায়ের তারিখ পিছিয়ে ২২ আগস্ট নতুন তারিখ দেন আদালত। সাত খুনের ঘটনায় করা দুই মামলায় চলতি বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত মোট ২৬ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন।
মন্তব্য করুন: