• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি

প্রকাশিত: ০৫:১৬, ২৩ আগস্ট ২০১৭

আপডেট: ০৫:১৬, ২৩ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি

দেশের প্রধান প্রধান নদীগুলোর পানি ধীরে ধীরে কমতে থাকায় উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে নাটোরে আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে এখনও বিপদ সীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নাটোরে আত্রাই নদীর পানি কিছুটা কমায় মঙ্গলাবারের চেয়ে বন্যা পরিস্থিতির একটু উন্নতি হয়েছে। মঙ্গলবার সরকারপাড়ায় বাঁধ ভেঙ্গে নতুন করে পানিবন্দি আরো তিন হাজার মানুষসহ ৮০ টি গ্রামের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি রয়েছে। বানভাসীরা আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। এদিকে, নলডাঙ্গা উপজেলার বারনই নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে চারটি ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি নামছে ধীর গতিতে। গত ২৪ ঘন্টায় পানি কমেছে মাত্র ১৩ সেন্টিমিটার। সিরাজগঞ্জে বন্যার পানি ধীরগতিতে নামায় জেলার পাঁচ উপজেলার তিন লক্ষাধিক পানিবন্দি মানুষের দুর্ভোগ কমছে না।

মন্তব্য করুন: