মোনাকোয় বৃহস্পতিবার চূড়ান্ত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপিং
মোনাকোয় বৃহস্পতিবার চূড়ান্ত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপিং। ৩২ দলে জায়গা করে নিতে আজ প্লে-অফের ফিরতি লেগে লড়বে লিভারপুল-হফেনহাইম। কাল, সেভিয়া ঘরের মাঠে ইস্তাম্বুল বাসাকসেহির সাথে ২-২ গোলে ড্র করে টিকিট নেয় চূড়ান্ত পর্বের।
জার্মান ক্লাব হফেনহামের মাঠে ২-১ গোলে প্রথম লেগ জিতে আজ ঘরের মাঠে প্লেঅফের ফিরতি লেগ খেলবে লিভারপুল। অ্যানফিল্ডে, শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০'তে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ জিতে স্বস্তিতেই আছেন লিভারপুলের জার্মান কোচ ইয়োর্গেন ক্লপ।
এদিকে, স্প্যানিশ ক্লাব সেভিয়া ঘরের মাঠে প্লেঅফের ফিরতি লেগ ড্র করে উঠে গেছে ৩২ দলের গ্রুপ লড়াইয়ে। তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহির সাথে ২-২ গোলে ড্র করে দুই লেগে ৪-৩ গোল এগ্রিগেটে এই টিকিট নেয়। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ ২-১'এ জিতেছিল স্প্যানিশ ক্লাবটি।
মন্তব্য করুন: