সুপ্রীম কোর্টের রায় নিয়ে বিষাক্ত পরিবেশের উস্কানিদাতা বিএনপি- ও. কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুপ্রীম কোর্টের রায় নিয়ে বিষাক্ত পরিবেশের উস্কানিদাতা বিএনপি। শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থেকেও সুসময়ে নেই আওয়ামী লীগ। কিছুদিন পরপরই দুঃসময় আসে। অবিরাম ষড়যন্ত্রের মধ্য দিয়েই পথচলা। তার অভিযোগ, বিএনপি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এক এগারোর পাঁয়তারা চালাচ্ছে। তবে বাংলাদেশে আর কখনোই এক এগারো হবে না।
শেখ হাসিনার সরকারকে হটাতে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। তবে বাংলাদেশের জনগণ বিএনপির ক্ষমতার স্বপ্নের সাথে নেই বলে মনে করেন ওবায়দুল কাদের। যে বিষধর সাপ নিয়ে বিএনপি খেলছে এর চরম মূল্য দলটিকে দিতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মন্তব্য করুন: