ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শেষ হলো আজ
ঈদুল আযহায় ঢাকা শহরের মানুষদের বাড়ি যাওয়ার জন্য ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শেষ হলো আজ। দীর্ঘ অপেক্ষার পর আজ টিকেট প্রত্যাশীরা পেলেন পয়লা সেপ্টেম্বর ট্রেনে চেপে বাড়ি যাওয়ার টিকেট। তবে টিকেট ও ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের রয়েছে বিস্তর অভিযোগ।
রাতভর বৃষ্টি উপেক্ষা করেই টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভীড় কমলাপুর রেলস্টেশনে। এতোকিছুর পরও টিকেট নামের সোনার হরিনের প্রত্যাশা। হয় আড্ডা না হয় শুয়ে বসে কেটেছে অপেক্ষার প্রহর। মঙ্গলবার টিকেট বিক্রির শেষ দিন হলেও চাহিদার কারনে একদিন বাড়ানো হয়েছে।
সকাল আটটায় কাউন্টার খোলার কিছুক্ষনের মধ্যেই সেখান থেকে জানানো হয় টিকেট শেষ। অথচ একটি টিকেটের জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন যাত্রীরা। তাই তাদের আক্ষেপটাও একটু বেশি। এতোকিছুর পরও টিকেট পেয়ে আনন্দিত অনেকে। এমনকি কাঙ্খিত দিনে ট্রেনে চেপে বাড়ির আঙ্গিনায় পৌঁছানোর ক্ষনটির অপেক্ষায় এখন যাত্রীরা।
মন্তব্য করুন: