৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ
রাজধানীতে চলাচলকারী সকল যানবাহনে হাইড্রোলিক হর্ণের ব্যবহার ৪৮ ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২৭ আগস্টের পর ঢাকার কোনো যানবাহনে হাইড্রোলিক হর্ণ বাজানো হলে গাড়িসহ তা জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদের করা এক রীট আবেদনের শুনানির পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। আদেশে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়।
একইসাথে আদমানি বন্ধের পাশাপাশি বাজারে থাকা সব হাইড্রোলিক হর্ণ আগামী সাত দিনের মধ্যে জব্দের আদেশ দেয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে দুই সপ্তাহের মধ্যে পুলিশ বিভাগকে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।
মন্তব্য করুন: