গাইবান্ধায় ডাকাতের ছোড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত
গাইবান্ধার ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের চৌমহন চরে ডাকাতের ছোড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুলাল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় স্থানীয়দের গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়। মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হক জানান, ১৫-১৬ জনের একটি ডাকাত দল নৌকা যোগে চৌমহন চরে গরু-মহিষ ডাকাতির জন্য যায়। এসময় স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করলে তারা এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুলাল মিয়া গুলিবিদ্ধ হলে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। আর, ডাকাতদের হামলায় বাবুল নামে একজন গুরুতর আহত হন।
এদিকে, স্থানীয়দের গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়। তবে তার পরিচয় জানা যায়নি।সেইসাথে আহত অবস্থায় ডাকাত সদস্য খোকা মিয়াকে আটক করেছে পুলিশ। তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন: