ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ২০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ২০কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক যানজট তৈরি হয়েছে। এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে বাইপাইল পর্যন্ত যানজটে নাকাল যাত্রীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া যানজট আজ বিকেল পর্যন্ত অব্যাহত রয়েছে। খুব ধীর গতিতে চলছে গাড়ি। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কের মুন্সীগঞ্জ এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দু'টি দুর্ঘটনা এবং মেঘনা সেতুর উপর একটি মালবাহী পরিবহন বিকল হয়ে পড়ে।
গাড়িগুলো সরিয়ে নিতে সময় লেগে যায়। তার উপর বৃষ্টি ও গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের তৈরি হয়। এদিকে, মুন্সীগঞ্জ ছাড়িয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও পর্যন্ত যানজট বিস্তৃত হয়েছে।
মন্তব্য করুন: