• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি এখন আবোল তাবোল বকছে- ও. কাদের

প্রকাশিত: ০৯:৩৩, ২৪ আগস্ট ২০১৭

আপডেট: ০৯:৩৩, ২৪ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
বিএনপি এখন আবোল তাবোল বকছে- ও. কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীকে ইস্যু করে ক্ষমতা দখলের স্বপ্ন পূরণ হবে না জেনেই বিএনপি এখন আবোল তাবোল বকছে।বিশিষ্ট নারীনেত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকীতে বনানীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায় শেষ হবে এ সরকারের আমলেই। এদিকে, বিচারালয়ের মুখপাত্র বিএনপি, না বিএনপির মুখপাত্র বিচারালয়- সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি বলেন, প্রধান বিচারপতিকে পদত্যাগে ক্ষমতাসীন আওয়ামী লীগ কোন চাপ দিচ্ছে না। আওয়ামী লীগের আপত্তি বিতর্কিত পর্যবেক্ষণ নিয়ে। তার মতে, মীমাংসিত বিষয়ে বিতর্ক সৃষ্টি করে প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন।

মন্তব্য করুন: