বৃষ্টির পনিতে পশু কোরবানি না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাঈদ খোকন
বৃষ্টির পনিতে পশু কোরবানি না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সকালে নগরভবনে বর্জ্য অপসারণ নিয়ে মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে পানি না কমা পর্যন্ত কোরবানী না দেয়ার কথাও বলেন মেয়র সাঈদ খোকন।
বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন থেকে দেড় লাখ ব্যাগ, ব্লিচিং পাউডার নগরবাসীদের বাসায় পৌঁছে দেয়া হবে। এ লক্ষে সিটি করপোরেশন কাজ শুরু করেছে। কোরবানীর জন্য দক্ষিণে ৬২৫ টি স্থান নির্ধারণ করা হয়েছে, নির্ধারিত সেসব জায়গায় কোরবানী দেয়ারও অনুরোধ জানান তিনি।
নগরবাসীর সহায়তা পেলে গেলোবারের মতো দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হবে বলে আশা করেন সাঈদ খোকন। তবে, গেল কোরবানীর ঈদে পশুর রক্ত পানিতে মিশে যাওয়ায় নগরবাসীর সচেতনতার অভাবকেই দায়ি করেন মেয়র।
মন্তব্য করুন: