রোহিঙ্গাদের পুশব্যাক অব্যাহত থাকবে- ওবায়দুল কাদের
রোহিঙ্গাদের পুশব্যাক অব্যাহত থাকবে, না হলে ভারসাম্য নষ্ট হয়ে ভয়াবহ পরিস্থিতির তৈরি হতে পারে, আশংকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
তবে একই সঙ্গে এক্ষেত্রে মানবিক দিকটিও বিবেচনায় নেয়া হচ্ছে বলে জানান। রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারের কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচনকালীন সরকার নিয়ে তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে কিছু করার নেই।
মন্তব্য করুন: