• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা না আসায় মন্ত্রণালয়ের ব্রিফিং প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের

প্রকাশিত: ২২:৪৫, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:৪৫, ২১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
স্বরাষ্ট্র উপদেষ্টা না আসায় মন্ত্রণালয়ের ব্রিফিং প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের

ফাইল ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ।

রবিবার (২১ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করা হয়।

পোস্টে বলা হয়, ১০ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির ১ দফাও মানা হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয় নাই।

আরও বলা হয়, সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেফতার করা হয় নাই।

এই পরিপ্রেক্ষিতে আগামী কর্মসূচি ও দাবি নিয়ে আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগে শহীদ হাদি চত্বরে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2