সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে
সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এদিকে, মিয়ানমারে গুলিবিদ্ধ আরো নয় রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছে। অন্যদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের জিরো পয়েন্টে স্থল মাইন বিস্ফোরণে ৩ রোহিঙ্গা নিহত ও একজন আহত হয়েছে।
বান্দরবানের রিজু-আমতলী সীমান্তের জিরো পয়েন্ট আজ ভোর রাতে রোহিঙ্গাদের একটি দল বাংলাদেশে আসার সময় মিয়ানমার সেনা-বাহিনীর পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিন রোহিঙ্গার মৃত্যু হয়। এদিকে মিয়ানমারে গুলিবিদ্ধ আরো ৯ রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে তাদের পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য করুন: