চট্টগ্রামে ৮০ হাজার বস্তা চাল জব্দ
চট্টগ্রামে গুদামজাত করার অভিযোগে ৮০ হাজার বস্তা চাল জব্দ করা হয়েছে। গুদামের ম্যানেজারকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার নগরীর সাগরিকা বিসিক এলাকায় সাব্বির আহম্মেদের মালিকানাধীন গুদাম থেকে বিএসএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মাসুদ ব্রার্দাসের নামে আমদানি করা চালগুলো জব্দ করা হয়।
পরে গুদামটি সিলগালা করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুরাদ আলী। এসময় তিনি জানান, নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় ধরে গুদামে চালগুলো মজুদ করে বাহিরে সরবরাহ করা হচ্ছিল। আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন: