রোহিঙ্গা বসতিতে অগ্নিসংযোগের আরো তথ্য প্রমাণ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
রোহিঙ্গা বসতিতে অগ্নিসংযোগের আরো তথ্য প্রমাণ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসকে গণবিবৃতি দেয়ার প্রস্তাব দিয়েছে নিরাপত্তা পরিষদের সাত সদস্য রাষ্ট্র।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সাংস্থাটি দাবি, শুক্রবার দুপুরেও রোহিঙ্গা বসতিতে অগুন দেয়া হয়েছে। এতে সৃষ্ট ধোয়ার কুন্ডলি মিয়ানমারের একাধিক এলাকা ও বাংলাদেশ সীমান্ত থেকে দেখা গেছে। এর স্বপক্ষে ভিডিও ফুটেজ এবং ১৬ ও ২২ সেপ্টেম্বরের তুলনামূলক স্যাটেলাইট চিত্রও প্রকাশ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও মিয়ানমার প্রতিনিধির সরবরাহ করা তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টির দাবি, ধারাবাহিক এই অগ্নিসংযোগে সরকারি বাহিনী ছাড়াও উগ্রপন্হি বৌদ্ধরা জড়িত। যদিও, একাধিক সাক্ষাৎকারে মিয়ানমারের গণতন্ত্রপন্হি নেত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি দাবি করেছেন পাঁচ সেপ্টেম্বরের পর রাখাইনে সরকারি বাহিনীর কোনো অভিযান হয়নি।
এদিকে, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৭ সদস্যই রোহিঙ্গা ইস্যুতে চলতি সপ্তাহে মুক্ত আলোচনার প্রস্তাব দিয়েছে। সেইসাথে, জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসকে এই ইস্যুতে বিস্তারিত ব্যাখ্যা করার অনুরোধ জানিয়েছে।
মন্তব্য করুন: