নীলকণ্ঠ পাখির খোঁজে
রচনা ও পরিচালনা: রওনক হাসান
প্রচার সময়: ঈদের দিন, ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫মিনিটে।
অভিনয়ে: রিচি সোলায়মান, ইরেশ যাকের, কল্যাণ, রওনক হাসান প্রমুখ।
রওনক হাসান-এর রচনা ও পরিচালনায় নাটক ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন, ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫মিনিটে। নাটকে অভিনয় করেছেন রিচি সোলায়মান, ইরেশ যাকের, কল্যাণ, রওনক হাসান প্রমুখ।
নন্দিনী, এই সময়ের মেয়ে। কিন' সে নিজেকে রক্তকরবীর নন্দিনী ভাবে। ধনী স্বামী, প্রাচুর্যের সংসার। কিন' মনে সুখ নেই। বাড়িটাকে তার যক্ষপুরী বলে মনে হয়। এখানে তার দম বন্ধ হয়ে আসে। রোজ নন্দিনী বারান্দায় এসে দাঁড়ায়। সে বিশ্বাস করে, কোনো একদিন নীলকন্ঠ পাখি এসে তার বারান্দায় বসবে তখন সে পাখির কাছ থেকে একটি পালক চেয়ে নেবে। যেদিন রন্জন তাকে এই যক্ষপুরী থেকে উদ্ধার করে নিয়ে যাবে সেদিন সে পালকটি রন্জনের চুড়োয় পরিয়ে দেবে। দিন যায়, একদিন সত্যি সত্যিই নীলকন্ঠ পাখি এসে বারান্দায় বসে। কিন' রন্জন কি আসে!!!!!
মন্তব্য করুন: