• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

পদত্যাগের একদিন পরই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর

প্রকাশিত: ১৫:৫৯, ১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০০, ১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পদত্যাগের একদিন পরই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর

পদত্যাগ করার একদিন পর আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। 

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) পদত্যাগ করেন তিনি। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, সায়েদুর রহমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি গত ৩০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। অবসরের সুবিধার নিশ্চিতের জন্য তিনি বিশেষ সহকারীর পথ থেকে পদত্যাগ করেছিলেন। অবসরের পর তাকে আবারও একই পদে নিয়োগ দেওয়া হলো।

বৃহস্পতিবার তাকে নিয়োগ দেওয়ার আদেশে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন। রুলস অব বিজনেস অনুযায়ী তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2