• NEWS PORTAL

  • সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

আপিল শুনানিতে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে যা বললেন সিইসি

প্রকাশিত: ২১:৫১, ১৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আপিল শুনানিতে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে যা বললেন সিইসি

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় টানা ৯ দিনের আপিল শুনানি শেষে আপিলকারীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের আমরা ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও ছেড়ে দিয়েছি। আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক।

তিনি আরও বলেন, নয় দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত হয়েছে। ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা চাই। অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে ভোট সমাপ্ত করতে সবার সহযোগিতা চায় ইসি।

উল্লেখ্য, এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল। এর মধ্যে ৪১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, বাতিল হয়েছে ২০০টি আবেদন এবং ৩০টি আবেদন স্থগিত রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত