• NEWS PORTAL

  • রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামেও লাল-সবুজ বাসে প্রচারণা চালাবেন তারেক রহমান

প্রকাশিত: ২১:৫৫, ২৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামেও লাল-সবুজ বাসে প্রচারণা চালাবেন তারেক রহমান

২০ বছরেরও বেশি সময় পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌছান। সেখান থেকে লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে বিমানবন্দর থেকে রওনা দেন নগরের স্টেডিয়াম এলাকায় অবস্থিত হোটেল র‍্যাডিসন ব্লু বে-ভিউয়ের উদ্দেশে।

রবিবার বেলা ১১.৩৫ মিনিটে নগরের চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরুর কথা রয়েছে।

এদিকে, তারেক রহমানকে দেখার জন্য বিমানবন্দর থেকে পতেঙ্গা সৈকত এবং লালখান বাজার থেকে র‍্যাডিসন ব্লু হোটেল পর্যন্ত শত শত মানুষ ভিড় জমান সন্ধ্যা থেকেই। জনতাকে বাসের সামনের দিকে দাঁড়িয়ে ভেতর থেকে হাত নেড়ে জবাব দেন তারেক রহমান। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ নেতারা।ে

উল্লেখ্য, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর ১৪ বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে তাঁর সন্তান তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে আসেন ২০০৫ সালের ৬ মে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত