আজ যে তিন জনসভার প্রধান অতিথি থাকবেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভীষণ ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন জেলায় জেলায় সফর করে জনসভায় বক্তব্যও রাখছেন তিনি। আজ মঙ্গলবারও (২৭ জানুয়ারি) দিনভর কর্মসূচি রয়েছে তার।
দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে দুপুর আড়াইটায় জেলা সার্কিট হাউস মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। এ সময় মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪ জন প্রার্থী উপস্থিত থাকবেন।
এরই মধ্যে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ সম্পন্ন করেছেন বিএনপি নেতারা। ২২ বছর পর তারেক রহমানের আগমন ঘিরে জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে বইছে উচ্ছ্বাস। লাখো মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ময়মনসিংহ সমাবেশ শেষে যাত্রাপথে তিনি পর্যায়ক্রমে আরো দুটি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সব কর্মসূচি শেষে রাত ৮টায় তিনি গুলশানস্থ নিজ বাসভবনে পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: