পটুয়াখালী-৩: ভিপি নুর ও স্বতন্ত্র প্রার্থীর অফিসে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের (নুর) ও বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এর নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার জন্য এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করছে৷ এ ঘটনায় হাসান মামুনের তিন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে৷ অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণে পুলিশ কাজ করছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: