• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

লাল শাড়ি-মাথায় মুকুট: রাজকুমারী সাজে ভোটের মাঠে মেঘনা আলম

প্রকাশিত: ১২:৫৩, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
লাল শাড়ি-মাথায় মুকুট: রাজকুমারী সাজে ভোটের মাঠে মেঘনা আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীকে লড়ছেন আলোচিত মডেল মেঘনা আলম। এ আসনে তিনিই একমাত্র নারী প্রার্থী। তার প্রচারণাতেও দেখা গেছে বৈচিত্র্য।

সোমবার (২৬ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় প্রচারণায় মেঘনা আলমকে দেখা গেছে ভিন্ন রূপে। পরনে লাল শাড়ি, মাথায় মুকুট। একেবারে রাজকুমারীর বেশে ভোটারদের দ্বারে দ্বারে দেখা গিয়েছে এই মডেলকে। 

এ সময় নির্বাচনে বিজয়ী হলে চাঁদাবাজিমুক্ত এলাকাগড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জানিয়েছেন, গণমানুষের মার্কা ট্রাক মার্কা। সেই মার্কাকে বিজয়ী করতে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

কেন তিনি ট্রাক প্রতীক বেছে নিয়েছেন, এই প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশের তৃণমূল শ্রেণির মানুষের যোগাযোগের সাথে ট্রাকের নিবিড় সম্পর্ক রয়েছে। আর ওই খেটে খাওয়া মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমি ট্রাক প্রতীকে নির্বাচন করছি।

এর আগে প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় মেঘনা আলম বলেন, ‘ঢাকা-৮ থেকে ট্রাক মার্কায় আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। যদি আমি এই আসন থেকে জাতীয় সংসদে যেতে পারি, তাহলে এটি হবে একজন নারীর ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় উদাহরণ।’

ঢাকা-৮ আসনে মেঘনা আলম ছাড়াও আলোচিত প্রার্থী রয়েছেন, ১০ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী ও বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

বিভি/এজেড

মন্তব্য করুন: