• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ডাক মহিলা জামায়াতের

প্রকাশিত: ১৪:৪০, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৪০, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ডাক মহিলা জামায়াতের

বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় নারীদের হেনস্তা ও তাদের ওপর সহিংস হামলার প্রতিবাদে আগামী শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ডাক দিয়েছেন জামায়াতের মহিলা বিভাগ।

এদিকে এসব হামলার প্রতিবাদে অভিযোগ জানিয়ে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণের সমর্থন নেই জেনে পরিকল্পিত ভাবে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিএনপি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জামায়াতের নায়েবে আমির বলেন, এভাবে নারীদের প্রতি হামলা করলে আগামীতে নারী নেতৃত্ব পিছিয়ে যাবে, যা  আন্তর্জাতিক ভাবে দেশকে পেছনে ফেলবে। এ অভিযোগের ক্ষেত্রে নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তার। সকল রাজনৈতিক দলকে  দায়িত্বশীল আচরণের আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির।

বিভি/এজেড

মন্তব্য করুন: