• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের জনসভা: ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনস্রোত

প্রকাশিত: ১৪:৫১, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানের জনসভা: ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনস্রোত

নির্বাচনী জনসভায় যোগ দিতে ময়মনসিংহের পথে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সভা শুরুর আগেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে সরগরম সার্কিট হাউজ মাঠ। 

মঙ্গলবার দুপুর আড়াইটায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন তারেক রহমান। আজকের সফরে তারেক রহমান ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন। 

সমাবেশে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপির চেয়ারম্যান। 

ময়মনসিংহ জনসভা শেষে ফেরার পথে সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এরপর রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

বিভি/এজেড

মন্তব্য করুন: