• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বসে থাকলে চলবে না: তারেক রহমান

প্রকাশিত: ১৪:০৯, ৩১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বসে থাকলে চলবে না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। বগুড়া বিএনপির ঘাঁটি জানিয়ে, সেই ঘাঁটির দায়িত্ব স্থানীয় নেতাদের উপর ছেড়ে দিয়েছেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া-৬ সদর আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায়, প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তারেক রহমান।

এদিন সকাল সাড়ে ১০টায় এই সভা শুরু হয়। শুরুতে স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন বিএনপির চেয়ারম্যান। পরে উপস্থিত নেতাদের উদ্দেশে বলেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। বগুড়ার সাতটি আসনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে হবে। 

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে, মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার। সভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: