• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

প্রাতিষ্ঠানিকভাবে বিনামূল্যে ইন্টারনেটের প্রতিশ্রুতি দিলেন মাহদী আমিন

প্রকাশিত: ১৪:৪৪, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:২০, ৩১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রাতিষ্ঠানিকভাবে বিনামূল্যে ইন্টারনেটের প্রতিশ্রুতি দিলেন মাহদী আমিন

বিএনপি ক্ষমতায় এলে প্রাতিষ্ঠানিকভাবে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। একই সঙ্গে জনগণের ক্ষমতায়নে বিএনপি সক্রিয়ভাবে কাজ করবে বলেও তিনি জানান।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে। মেধাবীদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে, যা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দেশে পেপাল চালু করতে বিএনপি ইতোমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে দলের।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি বিজয় অর্জন করে সরকার গঠন করবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: