নির্বাচনে জয়ী হলে পরাজিতদেরকেও দেশ গঠনে সঙ্গী করা হবে: জামায়াত আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ চায় না। নির্বাচনে জয়ী হলে পরাজিতদেরকেও দেশ গঠনে সঙ্গী করা হবে। কোনো দলকে হজম নয় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় ১১ দলীয় জোট।
নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের জনসভায় তারা এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণার দশম দিনে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা। নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে জড়ো হন নেতাকর্মীরা। অংশ নেন জামায়াতের আমিরসহ ১১ দলীয় শীর্ষ নেতারা।
এ সময় ১১ দলের শীর্ষ নেতারা বলেন, ২৪ এর পরে বাংলাদেশের মানুষ দুই পরিবারতন্ত্রের রাজনৈতিক বন্দোবস্তে ফিরতে চায় না। বলেন, অভ্যুত্থানে শুরু হওয়া পরিবর্তনকে চূড়ান্ত রূপ দিতে গণভোটে হ্যা জয়যুক্ত করতে হবে। ১১ দলীয় জোট জয়ী হলে জুলাই গণহত্যা ও হাদী হত্যার বিচারের প্রতিশ্রুতিও দেন তারা।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় জোট এমন দেশ গঠন করতে চায় যেখানে সব নাগরিকের জীবন, সম্পদ এবং সম্মান নিরাপদ থাকবে। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিশ্রুতি দেন তিনি।
জামায়াত আমির জানান, নির্বাচনে জিতলে পরাজিতদেরকেও দেশ গঠনে সঙ্গী করা হবে। দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় বেকারত্ব দূরীকরণ নারী অধিকার নিশ্চিত করা এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে দিচ্ছে নানান প্রতিশ্রুতি। তবে তা কতটুকু সফল হবে সেটিই হয়তো প্রতিফলন ঘটবে আগামী ১২ তারিখ জাতীয় নির্বাচনে।
বিভি/এজেড



মন্তব্য করুন: