• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রথম সভাতেই ভোটের বড় আয়োজনে যাচ্ছে ইসি

প্রকাশিত: ১৯:৪৫, ১৫ মার্চ ২০২২

আপডেট: ১৬:০৩, ২৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
প্রথম সভাতেই ভোটের বড় আয়োজনে যাচ্ছে ইসি

প্রথম সভাতেই ভোটের বড় আয়োজনে যেতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)।  এখনো কমিশন সভার তারিখ নির্ধারণ করা না হলেও সেদিন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), কমবেশি ১০০ ইউনিয়ন পরিষদ ও ঢাকার দোহারসহ মেয়াদপূর্ণ হওয়া বেশ কয়েকটি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তাদের মতামত পেলেই এই সিটি ভোটের তফসিল ঘোষণা করা হবে। চলতি মাসের শেষের দিকে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রমজানের ঈদের পর ভোটের তারিখ রেখে এই মাসেই কুমিল্লা সিটিসহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নতুন কমিশন আসার পর ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বাংলাভিশন ডিজিটালকে বলেন, আগামী ১৬ মে এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন করতে হবে। এই সিটি করপোরেশন নির্বাচন করতে কোনো আইনী বাধা আছে কিনা সেই বিষয়ে জানাতে মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে পেয়ে যাবো। এছাড়া ১০০ এর মত ইউনিয়ন পরিষদ ও বেশকিছু পৌরসভাও নির্বাচন উপযোগী হয়ে আছে।

তিনি বলেন, ঈদের পর নির্বাচনের তারিখ রেখে কমিশনের প্রথম বৈঠকেই এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।   

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন করতে কোনো আইনী জটিলতা থাকলে বা কোর্টের কোনো আদেশ থাকলে সেই ক্ষেত্রে কি করবেন? জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন না করার জন্য কোর্টের কোনো আদেশ থাকলে তো আর আমরা নির্বাচন করতে পারবো না। মন্ত্রণালয়ের মতামত পেলে সেটি বুঝা যাবে।

ইসি কর্মকর্তারা জানান, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সেই অনুযায়ী এই সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে এই সিটি নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে গত ১৬ নভেম্বর।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে সিটি পাশ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভূক্ত করে আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। এতে দেখা দেয় সীমানা জটিলতা। বর্তমানে এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।

এই সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এই সিটিতে ১০৩টি কেন্দ্রে ছিল আর ভোটার ছিল লাখ হাজার ৫৬৬ জন।

গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন তারা শপথ নিয়ে প্রথম অফিস করেন ২৮ ফেব্রুয়ারি। সেদিনই এরমাঝে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করে নতুন কমিশন। এরপর জাতীয় স্মৃতীসৌধ, বঙ্গবন্ধুর সমাধীসৌধে শ্রদ্ধা নিবেদন, ভোটার দিবস উদযাপন ও নানা আনুষ্ঠানিকতা করেছেন। তবে নতুন কমিশন যোগ দেওয়ার পর কোনো আনুষ্ঠানিক বৈঠক করেনি নতুন ইসি। তার আগেই দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করার জন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের মতামত নেওয়ার জন্য ১৩ মার্চ থেকে সংলাপ শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

 

বিভি/এইচকে

মন্তব্য করুন: