• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: ১৫:৫৩, ৮ জুন ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

ফাইল ছবি

চট্টগ্রাম- ১০ আসনের শূন্য আসনে উপনির্বাচনের ভোট হবে আগামী ৩০ জুলাই রবিবার। সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোট হবে এবং কেন্দ্রগুলোতে সিসি টিভি থাকবে।

বৃহস্পতিবার ( ৮ জুন)  রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই এবং মনোনয়নপত্র বাছাই ৬ জুলাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১২ জুলাই নির্ধারণ করা হয়েছে।

এসময় ইসি সচিব জানান, ঢাকা ১৭ আসনের উপনির্বাচনেও সিসি ক্যামেরা ব্যবহার হবে। ঢাকা ১৭ ও চট্টগ্রাম ১০ আসনের মনোনয়ন পত্র অনলাইনে দাখিলের জন্য উৎসাহিত করবে কমিশন। এখন থেকেই আসন দুটির জন্য মনোনয়ন অনলাইনে জমা দেয়া যাবে বলেও জানান তিনি।

বিভি/রিসি

মন্তব্য করুন: