• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের সব বেসরকারি চ্যানেল বন্ধের দাবি ইশরাক হোসেনের

প্রকাশিত: ১৬:৫১, ১০ মে ২০২৫

আপডেট: ১৭:০২, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারতের সব বেসরকারি চ্যানেল বন্ধের দাবি ইশরাক হোসেনের

ইউটিউব এবং ক্যাবল নেটওয়ার্ক থেকে ভারতের সরকারি সম্প্রচার মাধ্যমে দূরদর্শন বাতিরেকে সমস্ত ভারতীয় প্রাইভেট টেলিভিশন চ্যানেল বন্ধের দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইশরাক হোসেন।

শনিবার (১০ মে) তার তিনি এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, "ইউটিউব এবং ক্যাবল নেটওয়ার্ক থেকে ভারতের সরকারি সম্প্রচার মাধ্যমে দূরদর্শন বাতিরেকে সমস্ত ভারতীয় প্রাইভেট টেলিভিশন চ্যানেল বন্ধ করতে হবে। এটি শুধু সম্প্রতি বাংলাদেশী ইউটিউব চ্যানেলে ভারতে বন্ধ করে দেয়ার বিরুদ্ধে নয়। বরঞ্চ বাংলাদেশের মিডিয়া কালচারাল সেক্টরে বাঁচিয়ে এর বিকাশ ঘটানোর জন্যই করতে হবে।

হাজার হাজার কোটি টাকা অবৈধ পন্থায় যারা বিগত আওয়ামী আমলে ভারতীয় চ্যানেলে বিজ্ঞাপন দেয়ার কারণে পাচার করেছে সেই এজেন্সি গুলোর দালাল চক্রকে কোমড়ে দড়ি লাগিয়ে জেলে দিতে হবে।

ভারতীয় চ্যানেলের ডিস্ট্রিবিউটর যারা এটার সাথে জড়িত আছে প্রমাণ পাওয়া গেলে তাদেরকে লাথি মেরে এই সেক্টর থেকে বের করে দিতে হবে।

কোনো বিজ্ঞাপন সংস্থা এককভাবে বিজ্ঞাপন মার্কেট নিয়ন্ত্রণ করতে চাইলে তাদেরকে ভেঙে টুকরো টুকরো করতে হবে। প্রতিযোগিতা কমিশন উদ্যোগ গ্রহণ না করলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

এর আগে দেশের ৬ টি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল ভারত সরকারের নির্দেশে ব্লক করে ইউটিউব। ইউটিউবকে দেওয়া ঔই  নির্দেশে ভারত সরকারে এসব চ্যানেলকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে।

এদিকে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে পাল্টা পদক্ষেপ।

বিভি/ এসআই

মন্তব্য করুন: