রাসিক নির্বাচনে অনিয়মের অভিযোগে আটক ১

ইভিএমে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি, বিশৃঙ্খলার ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ভোটের সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২১ জুন) বেলা ২টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পরেছে।
রাশেদা সুলতানা বলেন, অনিয়মের অভিযোগে রাজশাহীতে একজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে তাকে ৩ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে। তবে ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরই শুরু হয় বৃষ্টি। বেলা ১১টা থেকে শুরু হওয়া বৃষ্টি চলে পৌনে ১২টা পর্যন্ত। ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিভি/টিটি
মন্তব্য করুন: