সিটি নির্বাচনে ইসির স্বস্তি

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। স্বস্তি প্রকাশ করে তিনি জানান, দাবি অবাধ, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে।
বুধবার (২১ জুন) দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিইসি এমনটা জানান। তিনি বলেন, কমিশন সিসি ক্যামেরা মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট পর্যবেক্ষণ করেছে। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন।
তিনি আরও জানান, রাজশাহীতে ৫২ থেকে ৫৫ শতাংশ এবং সিলেটে ৪৬ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটেনি জানিয়ে সিইসি সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল দাবি করেন, পাঁচ সিটি করপোরশনের নির্বাচনে ভোট ভালো হয়েছে। এই নির্বাচন দ্বাদশ জাতীয় নির্বাচনকে উৎসাহিত করবে। ভোটারদের ভোট কেন্দ্রে যেতে আগ্রহবোধ তৈরি করবে।
বিভি/রিসি
মন্তব্য করুন: