• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দেশের ৪০ শতাংশ শিশু এখনো নির্যাতনের শিকার: মানবাধিকার কমিশন চেয়ারম্যান

প্রকাশিত: ১৭:২৩, ১৭ জুলাই ২০২৩

আপডেট: ১৭:২৪, ১৭ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
দেশের ৪০ শতাংশ শিশু এখনো নির্যাতনের শিকার: মানবাধিকার কমিশন চেয়ারম্যান

ছবি: ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তালিকায় গৃহকর্ম অন্তর্ভূক্তকরণের অগ্রগতি ও আইনী বাস্তবতা’ শীর্ষক সংলাপ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ জানান, দেশের ৪০ শতাংশ শিশু এখনো নির্যাতনের শিকার হচ্ছে। শিশুশ্রমে বাধ্য হচ্ছে লাখো শিশু। তাই গৃহকর্মীসহ সব ধরনের কাজে শিশুশ্রম বন্ধে সবাইকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। 

সোমবার (১৭ জুলাই) জাতীয় মানবাধিকার কমিশনের সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা- অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি), শাপলা নীড় ও এডুকো-বাংলাদেশ আয়োজিত ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তালিকায় গৃহকর্ম অন্তর্ভূক্তকরণের অগ্রগতি ও আইনী বাস্তবতা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, বিশ্বের কোথাও এখন আর শিশুশ্রম গ্রহণযোগ্য নয়। তাই কোনোভাবেই শিশুশ্রম সহ্য করা যায় না। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন তিনি। 

সংলাপে সভাপতিত্ব করেন এএসডি’র নির্বাহী পরিচালক এম এ করিম। শিশু সুরক্ষা বিশেষজ্ঞ সরফুদ্দিন খান সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2