• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বের তালিকায় তিন ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর 

প্রকাশিত: ১১:৪৭, ২৮ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
বিশ্বের তালিকায় তিন ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর 

ফাইল ছবি

কনটেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় তিন ধাপ পিছিয়ে এখন ৬৭তম চট্টগ্রাম বন্দর। এক বছর আগের তালিকায় ৬৪তম অবস্থানে ছিল এই বন্দর। বন্দরের এই তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে তালিকাটি প্রকাশ করে লয়েডস লিস্ট।

লয়েডস জানিয়েছে, ২০২২ সালে চট্টগ্রাম বন্দর ৩১ লাখ ৪২ হাজার ৫০৪টি ২০ ফুট এককের কনটেইনার হ্যান্ডলিং করেছে। এর আগের বছর যা ছিল ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮টি। হ্যান্ডলিং কমেছে ২ দশমিক ২ শতাংশ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, অনলাইনে সেরা ১০০ কনটেইনার পোর্টের তালিকাটি প্রকাশিত তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৭তম।

করোনা, বিশ্বমন্দা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, বিলাসবহুল পণ্য আমদানি কমে যাওয়ার কারণে কনটেইনার হ্যান্ডলিংয়ে বিশ্বের সেরা বন্দরগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দরের পারফরম্যান্স কিছুটা কম হয়েছে। দ্রুত অবস্থার উন্নতি  হবে আশা করেন তিনি।

লয়েডস লিস্ট ২০১৩ সাল থেকে কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে সেরা ১০০ বন্দরের তালিকা প্রকাশ করে আসছে।

২০২২ সালের কনটেইনার হ্যান্ডলিংয়ের সেরা ১০০ বন্দরের শীর্ষে রয়েছে চীনের সাংহাই। বন্দরটি হ্যান্ডলিং করেছে ৪ কোটি ৭৩ লাখ ৩ হাজার কনটেইনার। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুর হ্যান্ডলিং করেছে ৩ কোটি ৭২ লাখ ৮৯ হাজার ৬০০ কনটেইনার। শীর্ষ দশে চীনের বন্দরই আছে ৭টি। সপ্তম অবস্থানে দক্ষিণ কোরিয়ার বুসান। দশম অবস্থানে নেদারল্যান্ডসের রটারডাম।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2