প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে নির্বাচন নিয়ে যা বললেন উজরা জেয়া
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল উজরা জেয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন উজরা জেয়া।
বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অহিংস নির্বাচন চান।
জাতিসংঘের ৭৮তম অধিবেশনের ফাঁকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকতে পারে না।
তিনি বলেন, সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশেষ করে রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা প্রযোজন। আমরা জনগণের ভোটে বিশ্বাস করি। ভোট কারচুপির মাধ্যমে কেউ ক্ষমতায় এলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বাংলাদেশে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে।
এদিকে, গণহত্যা প্রতিরোধে জাতিসংঘের বিশেষ দূত অ্যালিস ওয়াইরিমু এনদেরিতুও শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মিয়ানমারে গণহত্যার বিচার অব্যাহত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।
সূত্র : বাসস
বিভি/টিটি
মন্তব্য করুন: