• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ আরোপ শুরু

প্রকাশিত: ২০:১৪, ২২ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০০:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ আরোপ শুরু

প্রতীকী ছবি

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সাথে জড়িত ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। ওয়েব সাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র

বিধিনিষেধের অধীন এসব ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। বর্তমান এবং প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা, বিরোধী ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা পরিষেবার সদস্যদের এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট বলছে, শান্তিপূর্ণভাবে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্যই আমাদের আজকের এই পদক্ষেপ

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত ২৪ মে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সহায়তার লক্ষ্যে নতুন ভিসানীতি ঘোষণা করেন। ঘোষণার প্রায় চার মাস পর পদক্ষেপ নেওয়া শুরু করার সিদ্ধান্ত জানালো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সূত্র: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ওয়েব সাইট।

 

বিভি/এমআর

মন্তব্য করুন: