• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সুখবর দিলেন দেশটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

প্রকাশিত: ২৩:২০, ১ অক্টোবর ২০২৩

আপডেট: ২৩:২৩, ১ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সুখবর দিলেন দেশটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

শিক্ষার্থীসহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে হবে বলে জানিয়েছেন, ঢাকায় সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। এ সময় নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

রবিবার (১ অক্টোবর) মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল খুরশিদ আলম। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার রাতে ঢাকায় আসেন রেনা বিটার। রবিবার সকালে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাস পরিদর্শন করেন। সফরকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: