• NEWS PORTAL

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

স্যাংশন-ট্যাংশন নিয়ে মাথা ঘামাবেন না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ৩ অক্টোবর ২০২৩

আপডেট: ২৩:৩১, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
স্যাংশন-ট্যাংশন নিয়ে মাথা ঘামাবেন না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ চ্যালেঞ্জ নিতে জানে, তাই স্যাংশন-স্যাংশন খেলা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। জানান-দেশের সম্পদ নষ্ট করে ক্ষমতায় যাওয়ার লোভ আওয়ামী লীগের নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থাই তার সরকার করেছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২ অক্টোবর) স্থানীয় সময় বিকালে যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার ম্যাথডিস্ট চার্চ হলে নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন যুক্তরাজ্যে। দেশে ফেরার আগে লন্ডনে প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী কথা বলেন, দেশের রাজনীতি, জাতীয় নির্বাচনসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। কথা বলেন, স্যাংশন ইস্যুতেও। 

বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারে অবস্থান আবারো পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। বিএনপি গণতন্ত্র হরণকারী, তাই তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলে তিনি মন্তব্য করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, পৃথিবীর কোন দেশের সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন? কোনো দেশে পাঠায়? তারা এটা দাবি করে। আমাদের কেউ কেউ আতেল আছে। তারা বলে, একটু কি সহানুভূতি দেখাতে পারেন না! সে এভারকেয়ার, বাংলাদেশের সবথেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। বয়সতো ৮০’র উপরে । …সময় হয়ে গেছে। তার মধ্যে অসুস্থ। এখানে এতো কান্নাকাটি করে লাভ নাই। 

দেশে আবারো আগুন সন্ত্রাস শুরু হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিভি/রিসি

মন্তব্য করুন: