‘গণতন্ত্র চর্চায় আগামী নির্বাচনে যুবসমাজের আরো সম্পৃক্ততা জরুরি’
সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্রাচার্য বলেছেন, দেশে গণতন্ত্র চর্চায় আগামী নির্বাচনে যুবসমাজের আরো সম্পৃক্ততা জরুরি। আর গবেষণা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, সত্যিকারের উন্নয়ন চাইলে সকল বয়সী মানুষের সম্পৃক্ততা প্রয়োজন।
শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হয় যুব সম্মেলন। অংশ নেন আওয়ামী লীগ-বিএনপির তরুণ নেতারাও। রাজনীতিবিদরা মনে করেন, দেশে সত্যিকারের ভোট না থাকলে গণতান্ত্রিক নির্বাচনে তরুণদের অংশগ্রহণ থাকে না।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, টানা ১৭টি বছর ধরে যুব সমাজকে গণতান্ত্রিক রাজনীতি থেকে সরিয়ে রাখার চেষ্টা হয়েছে। তবে, আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানুল হক টিটুর মত ভিন্ন।
সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্রাচার্য কথা বলেন নির্বাচন প্রসঙ্গে। আর রাজনীতিতে তরুণ এবং ভাল মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করেন সিপিডির গবেষনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।
যুব বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধন ব্যবস্থা চালু, বেকার ভাতা প্রদান, যুব উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মতো মত প্রকাশের স্বাধীনতা বিরোধী আইন বাতিলের দাবি জানানো হয় সম্মেলন থেকে।
বিভি/এজেড
মন্তব্য করুন: