• NEWS PORTAL

  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ঘোষণাতেই শেষ রেলযাত্রায় কয়েক স্তরের নিরাপত্তা, আতংকে যাত্রীরা

প্রকাশিত: ২২:৫৭, ২৪ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ

রাত আটটার কিছু পরে আমরা যাই রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে। মেইন গেটের পাশাপাশি অরক্ষিত স্থান দিয়েও লোকজন ডুকছেন বিনা বাঁধায়। নেই কেন নিরাপত্তা তল্লাশি। 

মূল গেইটে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেলেও তাদের কোনো তৎপরতা চোখে পড়েনি। এছাড়া দক্ষিণপাশে আশকোনো হাজি-ক্যাম্প সড়ক দিয়ে যে যার মতো স্টেশনে প্রবেশ করতে দেখা গেছে। তাদেরকেও কোনো ধরণের তল্লাসী করে না কেউ। 

কেবল স্টেশনে প্রবেশ নয় যাত্রীদের ট্রেনে উঠা পর্যন্ত কোনো ধরণের তল্লাসীর ব্যবস্থা নেই। এমনকি রেলের ভেতরেও নাই কোন নজরদারি নেই বলে জানালেন যাত্রীরা।

একই অবস্থা দেশের সবচেয়ে বড় রেল স্টেশন কমলাপুরেও। ওখানেও নেই দৃশ্যমান কোনো নিরাপত্তা তল্লাসী। যে যার মতো আসছে- যাচ্ছে, নেই তল্লাসী কিংবা স্ক্যানিংয়ের কোনো ব্যবস্থা। এতে যাত্রীরা আতংকবোধ করছেন বলে জানিয়েছেন। 

সম্প্রতি ট্রেনে বেশ কয়েকটি নাশকতার ঘটনায় কয়েকজনের প্রাণহানি ঘটে। এতে রেলযাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রেল যাত্রা নিরপাদ করতে কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশির ঘোষণা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেখা নেই সেসব ব্যবস্থার। নিরাপত্তা আগে যেমনটি ছিল তেমনি আছে বলে জানালেন রেলওয়ে পুলিশের সদস্যরা।

নিরাপত্তার বিষয়ে কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিমানবন্দর  স্টেশন মাস্টারের দাবি- নিরাপত্তার কোনো ঘাটতি নেই। দেশের বিদ্যমান পরিস্থিতিতে অনাকাঙ্খিত নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অনুরোধ রেল যাত্রীদের। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2