• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রোজার আগে পেঁয়াজ-চিনি দেবে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৭:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৭:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
রোজার আগে পেঁয়াজ-চিনি দেবে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, রোজার আগে বাংলাদেশকে ২০ হাজার টন পেঁয়াজ আর ৫০ হাজার টন চিনি দিতে রাজি হয়েছে ভারত। তবে পরিমাণ দ্বিগুন করার দাবি জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। ভারত সফরের বিষয়ে সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

হাছান মাহমুদ বলেন, মিয়ানমার ইস্যুতে একসাথে কাজ করবে দুই দেশ। তিনি জানান, সীমান্তে অস্ত্রের ব্যবহার বন্ধে একমত হয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে সম্প্রতি দেশটি সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সফরের বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মিয়ানমার সীমান্তে চলমান ঘটনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অবহিত করা হয়েছে। আর মিয়ানমারের অভ্যন্তরীণ কারণে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে হলে সেটি সবার জন্যই উদ্বেগের বিষয়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারত সীমান্তে হত্যাকান্ড বন্ধেও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2