বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ৯০০ রোহিঙ্গা, জাতিসংঘের প্রস্তাব নাকচ
ছবি: সংগৃহিত
সীমান্তের ১৯ পয়েন্টে প্রায় নয়শ' রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে। তবে, এবার রোহিঙ্গাদের আশ্রয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে নাফ নদী হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে একটি নৌকা ঢুকে পড়ে বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, নৌকায় পাঁচজন রোহিঙ্গা আছে। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ। তবে এ বিষয়ে বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন ইউনিয়নের সীমান্তের ওপার থেকে গত শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে।
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে লড়াইয়ের মুখে প্রাণে বাঁচতে রোহিঙ্গারা নিজেদের আদি নিবাস ছেড়ে রাজ্যের নানা জায়গায় ছড়িয়ে পড়ছে।
এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্ত এলাকায় আসা কয়েক'শ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে জাতিসংঘ। কিন্তু বাংলাদেশ স্পষ্ট করেই জানিয়েছে, নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়।
বিভি/এমআর
মন্তব্য করুন: