• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পায়ে পাড়া দিয়ে উস্কানি দিচ্ছে মিয়ানমার: র‌্যাব ডিজি

প্রকাশিত: ২২:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
পায়ে পাড়া দিয়ে উস্কানি দিচ্ছে মিয়ানমার: র‌্যাব ডিজি

ছবি: গোপালগঞ্জে র‌্যাব ডিজি

র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, মিয়ানমার অনেক আগে থেকেই চাচ্ছে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে। রোহিঙ্গা ঢোকানো থেকে শুরু করে পায়ে পাড়া দিয়ে রাজনৈতিক উস্কানি দিচ্ছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মিয়ানমার মাদক চোরাচালানের প্রধান রুট উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন, এখন এটি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। যে কোনো মূল্যে মিয়ানমারের রুট বন্ধ করা হবে বলেও জানান তিনি। 

মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন ও অল আউট অ্যাকশনে যেতে হবে বলেও মন্তব্য করেন র‌্যাব ডিজি। তিনি বলেন, গডফাদার, কিশোর গ্যাং কাউকেই ছাড় দেয়া হবে না।  

বিভি/এমআর

মন্তব্য করুন: