বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে ১৪ কিলোমিটার জুড়ে আল্পনা

পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে কিশোরগঞ্জের মিঠামইনে হাওরের অলওয়েদার সড়কে ১৪ কিলোমিটার জুড়ে দেশের বৃহত্তম আল্পনা উৎসব-'আল্পনায় বৈশাখ ১৪৩১' এর আজ ছিল সমাপনী দিন। বিশ্বের দীর্ঘতম আল্পনা তৈরির বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরে মিঠামইনের জিরো পয়েন্টে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান, বাংলালিংক লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বার্জার পেইন্ট লিমিটেডের পরিচালক রুপালী চৌধুরী। পরে প্রধান অতিথি মিঠামইন জিরো পয়েন্টে অন্যদের সাথে নিয়ে আল্পনা উৎসব করেন।
এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন ও বার্জার পেইন্টস-এর যৌথ উদ্যোগে মিঠামইনে দেশের বৃহত্তম আল্পনা উৎসব 'আল্পনায় বৈশাখ ১৪৩১' অনুষ্ঠিত হয়। এটি মিঠামইনের জিরো পয়েন্টে থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার জুড়ে অংকনের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আল্পনা তৈরির বিশ্বরেকর্ড গড়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে। ৬৫০ জন চিত্রশিল্পী এতে অংশ নেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: