• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

উদযাপন হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস

প্রকাশিত: ১১:২৬, ১৭ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
উদযাপন হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস

ছবি: ফাইল ফটো

নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ এর এই দিনে শপথ নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। মুক্তিসংগ্রামের পক্ষে বহির্বিশ্বের সমর্থন আদায়ে কাজ করেছে নির্বাচিত প্রতিনিধিদের এই সরকার। মুজিবনগর সরকারের নেতৃত্বেই নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করে বীর বাঙালি।

সকালে মেহেরপুরে মুজিবনগরে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, বিজিবি, আনসার, গার্লস গাইড ও স্কুল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে ‘সোনালী স্বপ্নের দেশ’ শিরোনামে গীতিনাট্য উপস্থাপনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2