• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিয়ানমার থেকে কারা মুক্ত হয়ে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি

প্রকাশিত: ১৪:৪০, ২৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
মিয়ানমার থেকে কারা মুক্ত হয়ে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি

মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পাওয়া ১৭৩ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (২৪ এপ্রিল) রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরলেন।

বেলা ১টার দিকে তাদের বহনকারী জাহাজ কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে পৌঁছায়। তাদের আত্মীয়-স্বজনরা ঘাটেই অপেক্ষায় ছিলেন

স্বজনরা জানান ২০২২ সালের ২৩ জানুয়ারি হোয়াইক্ষ্যং উনছিপ্রাং এলাকার হোসাইন দালাল মালয়েশিয়া পাঠানোর নামে মিয়ানমারের সামেলাতে বোট থেকে নামিয়ে দিলে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি আটক করে। এ সময়ে দালাল মালয়েশিয়া পৌঁছেছে বলে তিন লাখ টাকা করে নেয়। তিনমাস ধরে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে জানা যায় তারা মিয়ানমারের কারাগারে রয়েছেন। বাংলাদেশি ১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজারের। বাকিরা বিভিন্ন জেলার। 

বিভি/রিসি

মন্তব্য করুন: