• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নতুন অভিভাবক পেলো মিল্টনের আশ্রমের আশ্রিতরা (ভিডিও)

প্রকাশিত: ২১:৫০, ৮ মে ২০২৪

ফন্ট সাইজ

আলোচিত মিল্টন সমাদ্দারের আশ্রমের বৃদ্ধ ও শিশুদের খাবার ফুরিয়ে আসছে, বাংলাভিশন ডিজিটালে প্রচারিত এমন প্রতিবেদন দেখে তাদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করে আলহাজ্ব শামছুল হক ফাউন্ডেশন। আশার কথা হলো- খাবার ফুরিয়ে যাওয়ার আগেই সংস্থাটি দায়িত্ব পাওয়ায় সেই সংকট কেটেছে। এখন নিয়মিত খাবার ও সেবাযত্ন পাচ্ছেন মিল্টনের পাইকপাড়ার আশ্রমে থাকা ৫ শিশু ও ১৯ ছিন্নমূল প্রবীণ।

তবে আশ্রিতদের খাবার-দাবারসহ যাবতীয় ব্যয় ফাউন্ডেশন থেকে বহন করলেও আপাতত কোনো অনুদান নিতে চান না বলে জানালেন তিনি। মিল্টনের মতো সমাজে দু-একজনের কারণে দানশীলদের মনে যেই ভাবনার উদয় হয়েছে তা থেকে বেরিয়ে এসে সবাইকে আরও বেশি সচেতন হয়ে আর্থিকভাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি। 

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন মিল্টনের আশ্রমের দায়িত্ব নেওয়ার পর আবারও স্বাভাবিক পরিবেশ ফিরেছে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে। একই সঙ্গে কর্মে ফিরতে শুরু করেছে কর্মীরাও। এমনটাই জানালেন এই কর্তা।

আইনী জটিলতাকে পাশ কাটিয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার আবারও মানবতার কল্যাণে কাজ করবে এমনটাই চান আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2