• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আবারও বন্ধ হতে পারে ফেসবুক-মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ

প্রকাশিত: ১৪:২০, ৪ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
আবারও বন্ধ হতে পারে ফেসবুক-মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ

এক দফার আন্দোলন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় যে কোনো সময় বন্ধ হতে পারে ফেসবুক-মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ। সূত্র বলছে, মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও বন্ধ হতে পারে মেটা মালিকানাধীন এসব জনপ্রিয় সেবা। রবিবার (৪ আগস্ট) দুপুরের দিকে মোবাইল ইন্টারনেটে ফেসবুক-মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ বন্ধের খবর ছড়িয়ে পরে গণমাধ্যমে।

 

সূত্র জানায়, ব্রডব্যান্ড নেটওয়ার্কেও মেটার সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনায় গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। ওই সময় বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ জুলাই ফেসবুকও চালু করা হয়েছিল।

 

এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও মুন্সিগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ অবস্থায় সকল নেটওয়ার্কে বন্ধ হতে পারে ফেসবুক-মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ।

 

 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2