• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ  

প্রকাশিত: ১৫:৩০, ৪ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
ঢাকার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ  

ছবি: সংগৃহিত

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ কর্মসূচিতে বাস চলাচল বন্ধ হতে শুরু করেছে। শুধু রাজধানী ঢাকাতেই নয়, দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে গেছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে বহু জেলায়। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রবিবার (৪ জুলাই) ভোর থেকে ঢাকা-রংপুর মহাসড়কে দূরপাল্লার কোনো বাস চলতে দেখা যায়নি। বন্ধ আছে দূরপাল্লার বাস টার্মিনালগুলোও। এতে করে ঢাকার সঙ্গে বাস চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও দিনাজপুরসহ উত্তরবঙ্গের প্রায় সব জেলার।

এদিকে সকাল থেকেই ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির সংকট চোখে পড়েছে। এরপরও লম্বা সময় পর পর দুয়েকটি গাড়ি চলছিলো। তবে সেটিও পরে বন্ধ হয়ে যায় উত্তরায় আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করলে।

বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। এতে করে বন্ধ হয়ে যায় মহাসড়কের দুই পাশ। ঢাকার সঙ্গে বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার।

বিভি/এমআর

মন্তব্য করুন: