সারাদেশে সকল হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা
ঢাকা মেডিকেল কলেজের ওটিতে থাকা কর্মরত চিকিৎসকদের মারধর ঘটনায় দোষীদের গ্রেপ্তার, চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সারাদেশে হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে এক সভা শেষে চিকিৎসকরা এই কর্মসূচি ঘোষণা করেন।
গতকাল থেকে ঢাকা মেডিকেলে কর্মবিরতি চলছে। এই ঘটনায় মেডিকেল সভাককক্ষে জরুরী সভা বসে। মেডিকলে পরিচালক, সকল বিভাগীয় প্রধান, কর্তব্যরত চিকিৎসকরা বৈঠকে বসে। গতকাল যেসব চিকিৎসক কর্তব্যরত হামলার শিকার হয়েছেন তারাও উপস্থিত ছিলেন।
সভা শেষে চিকিৎসকরা বলন, গতকাল হামলার পর দায়ীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। চিকিৎসকদের হামলার পাশাপাশি আরও দুটি হামলার ঘটনা ঘটে মেডিকেলে। যেখানে চিকিৎসকদের নিরাপত্তা নেই। রোগীদের নিরাপত্তা নেই। এই পরিস্থিতিতে চিকিৎসকরা ঢাকা মেডিকেলসহ সারাদেশের হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন।
তাদের এই শাটডাউনে ও কর্ম বিরতিতে সকাল থেকে ঢাকা মেডিকেলের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। ভোগান্তি ও বিপাকে পরেছে সাধারণ ও জরুরী বিভাগের রোগীরা।
গতকাল ঢামেকে মোটরসাইকেল দূঘটনায় গুরুতর আহত বিইউবিটির এক শিক্ষার্থী মারা যাওয়ার পর একদল দুর্বৃত্ত কর্তব্যে অবহেলার অভিযোগ এনে ইমার্জেন্সী বিভাগের চিকিৎসককে মারধর করে। এই ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে হাসপাতাল প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন। হাসপাতালের নিরাপত্তায় সেনা বাহিনীও মোতায়েন করা হয়। তবে সঙ্গে সকাল থেকে কর্মবিরতি শুরু করে চিকিৎসকরা।
বেলা ১১টার পর প্রশাসনের সভাককক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা মেডিকেলের পরিচালক।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে চিকিৎকরা শনিবারের ঘটনার তুলে ধরেন। বলেন গতকাল পরপর তিনটি ঘটনা ঘটেছে। হাসপাতালে রোগী চিকিৎসকদের নিরাপত্তা নেই। দ্রুত দায়ীদের গ্রেপ্তার, চিকিৎসকদের নিরাপত্তা, স্বাস্ত্য পুলিশ নিয়োগসহ ৪ দফা দাবি জানায় ইনটার্ন চিকিৎসকরা। ঘোষণা করেন কমপ্লিট শাটডাউনের।
তবে হাসপাতাল পরিচালক এসময় বলেন চিকিৎসকদের আটিমেটামের ২৪ ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তার করা হবে। এই পরিস্থিতি নিয়ে স্বাস্ত্য উপদেষ্টার সঙ্গে বসবেন। হাসপাতালের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে চিকিৎসকদের নজর দিতেও অনুরোধ জানান।
বিভি/এজেড
মন্তব্য করুন: